Header Ads

.

ইমেইল একাউন্ট ব্যবহারের সঠিক নিয়ম জেনে নিন এবং How to use email account free

E-mail account বর্তমানে খুবই জরুরী একটি জিনিস, বিশেষ করে চাকরি ও ব্যবসায়ী ক্ষেত্রে। তবে অনেকেই এর সঠিক ব্যবহার জানে না। এবং এর ফলে না চাইতেই তারা online এ বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। তাই email open করার পূর্বেই এর সঠিক ব্যবহার জানতে হবে।

প্রথমেই জেনে নিন email account প্রধানত দুই ধরনের হয়। যেমন :

১) পেইড একাউন্ট যা ব্যবহার করতে email company কে টাকা দিতে হয়। অর্থাৎ আপনি তাদের সার্ভিস ব্যবহার করলে আপনি তাদেরকে প্রতি মাসে বা বছরে নির্দিষ্ট পরিমাণে টাকা দিবেন। এবং এতে বিভিন্ন বাড়তি সুবিধা থাকে।




২) ফ্রি একাউন্ট যা ব্যবহার করতে email company কে টাকা দিতে হয় না। অর্থাৎ আপনি তাদের সার্ভিস ব্যবহার করলে আপনি তাদেরকে প্রতি মাসে বা বছরে কোন ধরনের টাকা দিবেন না। এবং এতে বিভিন্ন বাড়তি সুবিধা গুলো পাওয়া যায় না বা থাকে না। বিভিন্ন ধরনের email company তে email id ফ্রিতে বা পেইড ভাবে খোলা যায়। যেমন : yahoo, hotmail ইত্যাদি।

Email কম্পিউটারে  Log in করার নিয়ম :

১) প্রথমে কম্পিউটার open করে ডাটা কানেকশন on করতে হবে।

২) এরপর ক্রম বা মজিলা ফায়ারফক্স সফটওয়্যার বা Opera mini এর সফটওয়্যারে মাউসের সাহায্যে ডাবল ক্লিক করে প্রবেশ করতে হবে বা সফটওয়্যারটি open করতে হবে।

৩) এরপর url address টাইপ করার জায়গায় yahoo company এর ক্ষেত্রে yahoo.com টাইপ করতে হবে।

৪) এরপর yahoo website এ "sign in" এ ক্লিক করে > ফাকা বক্সের  মধ্যে email লিখে 'next' এ ক্লিক করতে হবে। এবং এরপর password দিয়ে "sign in" এ ক্লিক করে sign in করতে হবে।




তাহলেই email log in হয়ে যাবে। "sign in" আর "log in" একই জিনিস। "sign in" অর্থই হলো "log in" ....

* মোবাইল, ডেক্সটপ কম্পিউটার বা ল্যাপটপে email log in পদ্ধতি একই রকম। শুধু পার্থক্য হলো মোবাইলে হাতের আঙুল দিয়ে টাচ করে কাজ করতে হয়। আর ডেক্সটপ কম্পিউটারে মাউসের সাহায্য ক্লিক করতে হয় ও কিবোর্ড দিয়ে টাইপ করে লিখতে হয়।

আর ল্যাপটপে ঐ ছোটো টাচ করার কাচের জায়গায় টাচ করে কাজ করতে হয়। তবে ল্যাপটপে মাউস লাগিয়ে ডেক্সটপ কম্পিউটার এর মতোও কাজ করা যায়।

তবে মনে রাখার বিষয় হলো একটা ডিভাইসে একই কোম্পানির একটার বেশি email id ব্যবহার করা ঠিক না। অর্থাৎ আপনার একটা মোবাইলে yahoo.com website এর আপনার মাত্র একটা yahoo email account log in রাখতে পারবেন। তার মানে একই সাথে একাধিক yahoo email account log in রাখতে পারবেন না। তবে একটি ডিভাইসে ভিন্ন ভিন্ন browser এ ভিন্ন ভিন্ন ভাবে অনেকে একই company এর একাধিক account log in করে। তবে সে ক্ষেত্রে আপনার ঐ company এর id ব্লক হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। কিন্তু আপনি চাইলে একাধিক company এর একটা একটা id একই ডিভাইসে Log in রাখতে পারবেন। এবং সেই সব email account থেকে mail আদান-প্রদানও করতে পারবেন খুব সহজেই।

তো email সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে comment করুন আর এই ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কে বাংলায় জানতে banglamenu.com এর সাথেই থাকুন।

1 comment:

  1. Is the merit casino scam or legit? - Deccasino
    If you 1xbet are 메리트카지노 an experienced casino player, this casino review will provide you with information on the 메리트 카지노 주소 benefits of being a merit casino user.

    ReplyDelete

Powered by Blogger.