Header Ads

.

টুইটার একাউন্ট ভেরিফাই করার নিয়ম বা How to verify twitter account সম্পর্কে জেনে নিন

মূলত আজকের এই Post টা লেখা হয়েছে কিভাবে টুইটার একাউন্ট ভেরিফাই করা যায় ও টুইটার একাউন্ট ভেরিফাই করার নিয়ম কি বা How to verify twitter account সেই সম্পর্কে লেখা।

টুইটার একাউন্ট ব্যবহারকারিদের একাউন্ট ভেরিফাই করা একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়। আর এ কারনেই অনেকে তার account টি verify করতে চায়।


Twitter account verification এর ক্ষেত্রে সাধারনত Phone number verification দেখা যায়। আবার বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে নীল রঙের টিক চিহ্ন যুক্ত ভেরিফাই করাও দেখা যায়।

Twitter phone number verification : Phone number verify করা খুবই সহজ একটা বিষয়। এক্ষেত্রে মূলত profile setting option থেকে সহজেই ভেরিফাই করা যায়।  এক্ষেত্রে  phone number verification এর জন্য Twitter এর setting option এ গিয়ে number  add করলে উক্ত number এ verification এর code যাবে। আর এই 'code' sms বা voice call এর মাধ্যমে যায় এবং সেই code দিয়ে verification conform করলেই phone number verification complete হয়।


Twitter নীল টিক চিহ্ন যুক্ত verification : মূলত নীল টিক চিহ্ন যুক্ত verification হতে দেখা যায় বিশেষ ও জনপ্রিয় বা সেলিব্রিটি profile গুলোতে। এবং এক্ষেত্রে বিশেষ এবং original documents দ্বারা নীল টিক চিহ্ন যুক্ত verification complete করতে হয়।

টুইটার বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে comment করুন। এবং social media ও online technology এর  বিভিন্ন বিষয়ে tips and tricks বাংলা ভাষায় জানতে banglamenu.com এর সাথেই থাকুন।

No comments

Powered by Blogger.